ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন চলছে। তার মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে অস্ট্রেলিয়ার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।
রোববার অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ৪০টিরও বেশি বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনিপন্থি অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ। সিডিনি, ব্রিসবেন ও মেলবোর্নের বিক্ষোভে বহু মানুষ যোগ দিয়েছে।
প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের হিসাবমতে, ব্রিসবেনের বিক্ষোভে যোগ দেওয়া প্রায় ৫০ হাজার মানুষসহ দেশজুড়ে বিক্ষোভে সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ মানুষ রাস্তায় নেমে আসে।