সম্পর্ক জোরদারের পাশাপাশি দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।
দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো, যুব বিনিময়, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার মতো বিষয়ে কথা হয়েছে তাদের মধ্যে।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।