ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে ৫০০ উইকেট পূর্ণ করেন সাকিব। ব্যাট হাতে তার রান আছে সাড়ে সাত হাজারের বেশি। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও সাত হাজার রানের ‘ডাবল’ ছোঁয়া প্রথম ক্রিকেটার তিনিই।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রাশিদ খানের। আফগান তারকা স্পিনার ৪৮৩ ইনিংসে নিয়েছেন ৬৬০ উইকেট। ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন একসময় চূড়ায় থাকা সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৫৪৭ ইনিংসে ৫৯০ উইকেট নিয়ে তিন নম্বরে ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন। দক্ষিণ আফ্রিকান স্পিনার ৪৬ বছর বয়সী ইমরান তাহির ৪১৯ ইনিংসে ৫৫৪ উইকেট নিয়ে তালিকার চার নম্বরে আছেন।